
প্রতিবেদন, তনুশ্রী গুহ- আরেকটি অধ্যায়ের অবসান। ২৭ শে জানুয়ারি পরলোকগমন করলেন প্রখ্যাত ওড়িয়া নৃত্যশিল্পী গুরু গিরিধারী নায়াক। কোভিড আক্রান্ত হয়ে মারা যান তিনি। কলকাতার উডল্যান্ড হাসপাতালে ওনার চিকিৎসা চলছিলো।

গুরু গিরিধারী নায়াক তাঁর জীবনে ওড়িয়া নৃত্যতে নৃত্যশিল্পী হিসেবে অগ্রসর হয়েছিলেন এবং তিনি তাঁর নৃত্য জগতে পদ্মশ্রী, পদ্মভূষণ প্রাপ্ত শ্রী গুরু কেলুচরণ মহাপাত্রের কাছে তাঁর নৃত্যশিল্পের কাজে অগ্রসর হয়েছিলেন। খুব অল্প বয়স থেকেই তিনি তাঁর এই শিল্প জগতে অগ্রসর হন।

শুধু নৃত্যই না, মিউজিকের প্রতিও তার খুবই আগ্রহ ছিলো । তিনি পাখওয়াজ বাদ্যযন্ত্র বাজাতেও পারদর্শী ছিলেন । প্রচন্ড নৃত্যের প্রতি ভালোবাসা, আগ্রহ, অন্তর দিয়ে এগোনো এই বিষয় গুলো ওনাকে তাঁর নৃত্য জগতে এক বিশেষ জায়গা অর্জন করায়।শুধু তাই নয় তিনি তাঁর এই কার্যকলাপের জন্য বিভিন্ন পুরস্কার, সন্মাননাও অর্জন করেন।

তিনি ভারত সরকার প্রাপ্ত সাংস্কৃতিক বিভাগ থেকে আন্তর্জাতিক স্কলারশিপও অর্জন করেন। এছাড়া তিনি ভারত সরকার দ্বারা প্রাপ্ত ওড়িশা নৃত্য এবং সাংস্কৃতিক বিভাগ থেকে ফেলোশিপও অর্জন করেন এছাড়া যদুভট্ট পুরস্কার , জয়দেব পুরস্কার , উদয়শঙ্কর জন্ম শতবর্ষ পুরস্কার , ২১ তম গুরু কেলুচরণ মহাপাত্র পুরস্কারও তিনি অর্জন করেন।

নৃত্যের প্রতি ভালোবাসা তাঁকে তাঁর জীবনে অন্যরুপই দিয়েছিল। নৃত্যকে নিয়ে ছিলো তাঁর এক আলাদা দুনিয়া। ওড়িশি নৃত্য জগতের অনেক উজ্জল নক্ষত্র তাঁর নৃত্য শিক্ষার হাত ধরে পথ চলা শুরু করেছে । তাদের মধ্যে অন্যতম ডোনা গঙ্গোপাধ্যায়। গুরুজীর নৃত্য জগতের কার্যকলাপ মানুষের জীবনে চির স্মরণীয়। তাঁর অকাল মৃত্যুতে তাঁর নৃত্যপ্রতিষ্ঠান " ওড়িশি আশ্রম " অনেকটাই অভিভাবকহীন হয়ে পড়ল ।

Check out for more news on https://www.facebook.com/AMPTvIndia
Subscribe for more stories https://www.youtube.com/c/AMPTvIndia
Comments